Login

ওয়েবসাইট ব্যাকআপ কি, কেনো, কিভাবে?

ওয়েবসাইট ব্যাকআপ বলতে বুঝানো হয়েছে, আপনার ওয়েবসাইটের ডাটাবেজ থেকে শুরু করে ফাইল ম্যানেজার এর সমস্ত ফাইল কপি করে রাখা।

আপনার ওয়েবসাইট যে সার্ভারে হোস্ট করা রয়েছে, সে সার্ভার যেকোনো সময় ক্র্যাশ করতে পারে। ডাটা সেন্টারে আগুন লেগে সার্ভার পুড়ে নষ্ট হয়ে যেতে পারে। বিদ্যুৎ সংযোগ বা ইন্টারনেট সংযোগ ডাটা সেন্টার থেকে বিচ্ছিন্ন হলে, সার্ভার এর কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তাছাড়াও ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হলে, ওয়েবসাইট এর সমস্ত ফাইল হ্যাকার ডিলিট করে দিতে পারে।

এই ধরনের ঝুঁকির হাত থেকে আপনার ওয়েবসাইট বাঁচাতে প্রতিনিয়ত ব্যাকআপ রাখুন। আপনার ওয়েবসাইটে কোন তথ্য আপডেট করলে বা কোন কিছু যুক্ত করলে, সাথে সাথে একটা করে ব্যাকআপ রাখার চেষ্টা করুন। ব্যাকআপ ফাইল আপনার ওয়েবসাইটের জীবন রক্ষার মতন কাজ করবে।

কোন কোম্পানি থেকে ট্রেডিশনাল শেয়ার্ড হোস্টিং সার্ভিস নেওয়ার সময় ফ্রিতে ব্যাকআপ সার্ভিস না দিলে, অ্যাডন সার্ভিস হিসেবে ব্যাকআপ নিন।

ভিপিএস বা ডেডিকেটেড সার্ভার ব্যবহার করলে, অন্য কোন লোকেশনের সার্ভারে রিমোটলি অটোমেটিক ব্যাকআপ করে রাখুন। প্রয়োজনে কোন সার্ভার এক্সপার্ট পারসনের সহায়তা নিন।

ওয়ার্ডপ্রেসে তৈরি করা ওয়েবসাইটগুলো বিভিন্ন ব্যাকআপ প্লাগিন এর মাধ্যমে অটোমেটিক ব্যাকআপ রাখা যায়।

নোটঃ ওয়েবসাইটের ব্যাকআপ কিভাবে রাখবেন তা শেখার জন্য ইউটিউবে সার্চ করুন। অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবেন।